About Us

ফেমাস টি গোল্ড
চায়ের রাজধানী শ্রীমঙ্গলের সেরা সকল প্রকার চায়ের পাইকারি ও খুচরা চা অনলাইন ও সরাসরি বিক্রয়কারী প্রতিষ্টান “ফেমাস টি গোল্ড” । এর সকল পণ্য বিএসটিআই দ্বারা পরীক্ষিত এবং এই প্রতিষ্টান বাংলাদেশ চা বোর্ড কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। “ফেমাস টি গোল্ড” এর চেয়ারম্যান শাহ মাসুদ রেজা এবং ম্যানেজিং ডিরেক্টর শাহ ফরুক আহমেদ। বিগত কয়েক বছর যাবত “ফেমাস টি গোল্ড” দেশের বিভিন্ন অঞ্চলে চা বিক্রয় করে আসছে। দেশের সকল চা প্রেমীদের জন্য “ফেমাস টি গোল্ড” এ রয়েছে শ্রীমঙ্গলের সেরা সকল চা ।
চায়ের রাজধানী শ্রীমঙ্গল
শহর ঘিরে এতো চা বাগান আর কোথাওই নেই। বাংলাদেশে মোট ১৩৮টি চা বাগানের মধ্যে এখানেই রয়েছে ৩৮টি। শ্রীমঙ্গল তাই চায়ের রাজধানী। সবচেয়ে উৎকৃষ্ট মানের চায়ের জন্যও বিশ্বব্যাপী সুখ্যাতি কুড়িয়েছে মৌলভীবাজারের এই চা শহর।
এখানে রয়েছে চা জাদুঘর ও চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)। স্থানীয় অর্থনীতির মূল চালিকা শক্তিও এই চা।
এই চায়ের রাজধানীতেই ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় পাকিস্তান চা গবেষণা প্রতিষ্ঠান (পিটিআরএস)। মাত্র এক যুগের মধ্যেই ৪২ হাজার ৬শ ৮৮ হেক্টর জমি চলে আসে চা চাষের আওতায়। দেশ স্বাধীন হওয়ার পর উন্নত গবেষণার প্রয়োজনে পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করা হয় পিটিআরএসকে। নাম রাখা হয়, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)। বাড়তে থাকে ফলন, উন্নত হতে থাকে মান। ছাটাই, চয়ন, রোপণে আসে বৈজ্ঞানিক পরিবর্তন। মাত্রাগত পরিবর্তন আসে বালাইনাশকের ব্যবহারে। আরও সুপ্রতিষ্ঠিত হয় চায়ের রাজধানী খেতাব।


শাহ ফরুক আহমেদ
ম্যানেজিং ডিরেক্টর


মাসুদ রেজা
চেয়ারম্যান
Our Team Members






MD Jahid Mia
DSO


Md Humayun Kabir Polash
Director


MD Samadul Islam
Director


Md Ratul
Director


Suma Mistri
Marketing Officer
Our Licenses







